• টালিগঞ্জে শিশুকন্যাকে যৌন নির্যাতন, যুবকের ৭ বছরের কারাদণ্ড
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছরের এক শিশুকন্যার উপর চলেছিল যৌন নির্যাতন। এই ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল পকসো আদালত। দোষীর নাম হাবুল নস্কর (৩৫)। শুক্রবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় ওই আদেশ দিয়েছেন। বিচারক এই সাজার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাসের হাজতবাসের নির্দেশ দেন। পাশাপাশি নির্দেশ দেন, জরিমানার টাকা আদায় হলে দিতে হবে শিশুকন্যাকে। এছাড়াও নির্যাতিতার হাতে এক লক্ষ টাকা তুলে দিতে নির্দেশ দেন লিগ্যাল এইডকে। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ সাংবাদিকদের জানান, টালিগঞ্জ থানা এলাকায় ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৯ এপ্রিল। ঘটনার দিন দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী যুবক হাবুল শিশুটিকে বাড়িতে ডাকেন তাঁর ছেলের সঙ্গে খেলা করার জন্য। কিন্তু শিশুকন্যাটি এলে তাঁর উপর যৌন নির্যাতন চালান তিনি। পরে শিশুকন্যার মা পুলিসে অভিযোগ করেন। হাবুলকে গ্রেপ্তার করা হয়। শিশু ও তার মা- দু’জনেই বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয়। দ্রুত তদন্তকারী পুলিস অফিসার রেহানা সুলতানা চার্জশিট পেশ করেন। এদিন আদালত সাজা ঘোষণা করে।                                         
  • Link to this news (বর্তমান)