গঙ্গার ঘাট সংস্কার নিয়ে পোর্ট ও আদানি গোষ্ঠীর চুক্তি
বর্তমান | ১২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার ঐতিহ্যশালী কুমোরটুলি গঙ্গার ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল। আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন ওই গঙ্গার ঘাটটির পুরনো ঐতিহ্য বজায় রেখে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ করবে। শুক্রবার এসএমপি’র সদর দপ্তরে চুক্তি সই অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান রথেন্দ্র রমণ, আদানি গোষ্ঠীর কর্তা সুব্রত ত্রিপাঠীসহ দুই সংস্থার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানান, গঙ্গার দু’পারে কলকাতা-হাওড়ায় মোট ৩৯টি পুরনো গঙ্গার ঘাট দেখাশোনার দায়িত্ব তাঁদের। আগামী দিনে কর্পোরেট সংস্থাগুলিকে যুক্ত করে আরও কয়েকটি
গঙ্গার ঘাট উন্নত করা হবে। এই তালিকায় বাগবাজারের মায়ের ঘাট, নিমতলার বিসর্জন ঘাট, ছোটেলাল ঘাট প্রভৃতি আছে। কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকমাস আগে কেন্দ্রীয় পুরভবনে গিয়ে গঙ্গার ঘাটগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বন্দর চেয়ারম্যানের আলোচনা হয়।