• নামী সংস্থার স্টোরে ঢুকে হুমকি, অভিযোগ দায়ের
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: একটি নামী সংস্থার স্টোরে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার নেতাজিনগর থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সংস্থাটির একটি পণ্যবাহী এক পথচারীকে ধাক্কা দেয়। ক্ষতিপূরণ বাবদ সেই পথচারীকে ৩ হাজার টাকা দিয়ে বিষয়টি সেখানেই রফা করে নেন সংস্থার কর্মীরা। পাশাপাশি পরবর্তীতে আরও ২০০০ টাকা তাঁকে দেওয়ার কথা বলা হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পাঁচজন সংস্থার স্টোরে ঢুকে দুর্ঘটনার বিষয়টি নিয়ে হুমকি দেয়। 

    এরপরেই সংস্থার তরফে পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়। পরে সিসিটিভি খতিয়ে তাদের পরিচয় জানতে পেরেছে পুলিস। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)