• কাটা পড়ল মহিষ, খড়দহে থমকে ট্রেন
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার দুপুর দেড়টা নাগাদ টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে দু’নম্বর লাইনে ডাউন লালগোলা প্যাসেঞ্জারে কাটা পড়ে একটি মহিষ। ট্রেনের মধ্যেই মহিষটি আটকে গিয়েছিল। ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। দু’নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত মহিষ কেটে বের করে লাইনটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। 

    এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন হঠাৎই টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে প্রেমনিবাসের কাছে পাশের খাটাল থেকে একটি মহিষ উঠে আসে দু’নম্বর লাইনে। তখন ওই লাইন দিয়ে যাচ্ছিল ডাউন লালগোলা প্যাসেঞ্জার। মহিষটি কাটা পড়ে ট্রেনের সঙ্গে আটকে যায়। চালক সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। দেড় ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় মহিষটিকে ট্রেন ও লাইন থেকে কেটে বের করা হয়। এরপরই ওই লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহের দিকে রওনা হয়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)