ডিজিটাল অ্যারেস্ট: ৪১ লক্ষ হাতানোর অভিযোগে অসম থেকে গ্রেপ্তার দুই
বর্তমান | ১২ জুলাই ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। এই ভয় দেখিয়ে দফায় দফায় এক ব্যক্তির থেকে ৪১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। এই অভিযোগের তদন্তে নেমে আগেই কর্ণাটকের বেঙ্গালুরু থেকে মূল অভিযুক্ত বেনুগোপালা এম-কে গ্রেপ্তার করেছিল হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সাইবার ক্রাইম শাখা। এবার অসমের শিলচর থেকে পঞ্চল নাথ এবং শুভম রায় নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল তারা। শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সাইবার ক্রাইম শাখার এক কর্তা জানান, অভিযুক্তরা নিজেদের বিভিন্ন সরকারি সংস্থার সদস্য পরিচয় দিয়ে অভিযোগকারীকে ভয় দেখিয়ে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছিলেন। তদন্তে নেমে পুলিস এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালানো হবে। জনৈক ব্যক্তি ২৫ এপ্রিল হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সাইবার ক্রাইমে অভিযোগ করেন যে, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৪১.৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকরা। এরপরে পুলিস তদন্তে নামে। তদন্তে আধিকারিকরা জানতে পারেন, চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার এক ব্যক্তিকেও ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ১ কোটি ৫ লক্ষ হাতিয়ে নিয়েছিলেন এই প্রতারকরা।