নিজস্ব প্রতিনিধি, বারাসত: দু’বছর আগে ভাইপো মারা যান। তারপর একা হয়ে পড়েছিলেন ভাইপোর স্ত্রী। এদিকে কাকা শ্বশুরও একা। তাঁর স্ত্রী মারা গিয়েছেন তিনবছর আগে। শেষ পর্যন্ত ৫০ বছরের কাকা শ্বশুর বিবাহ করলেন ৩৫ বছর বয়সি ভাইপোর স্ত্রীকে।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। বৃহস্পতিবার রাতে ঘটেছে। শুক্রবার বিষয়টি চাউর হওয়ার পর রীতিমতো শোরগোল। চায়ের দোকান থেকে সেলুন, গৃহস্থ বাড়ির অন্দরমহল থেকে অফিস-কাছারি, সর্বত্র চলছে তুমুল চর্চা। বিয়েতে বয়স যে কোনও ফ্যাক্টর নয় তা নিয়ে চলছে বিতর্ক। অসম বয়সে বিয়ে নতুন কিছু ঘটনা নয়। এবার গ্রামাঞ্চল দেগঙ্গাতেও হল অসম বয়সের দুই নারী-পুরুষের বিবাহ।
স্ত্রীর মৃত্যুর পর দেগঙ্গার বেড়াচাঁপার বাসিন্দা সাবির খাঁ একা হয়ে পড়েছিলেন। অন্যদিকে ভাইপোর মৃত্যুর পর তাঁর স্ত্রী মীরা বিবিও হয়ে পড়েছিলেন একা। (দু’জনের নাম পরিবর্তিত)। বিপদআপদ বা কোনও সমস্যায় মীরার পাশে দাঁড়ানোর কেউ সে অর্থে নেই। তাঁর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। অন্যদিকে কাকা শ্বশুরের ভরা সংসার। ছেলে, বউমা ও নাতি আছে। সূত্রের খবর, কাকা শ্বশুর ও বউমার মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্ক তৈরি হয়। মাসখানেক আগে নতুন করে সংসার করার পরিকল্পনা করেন। দু’জনে প্রাপ্তবয়স্ক। ফলে নিয়ম মেনে রেজিস্ট্রিও করেন। বিষয়টি জানার পর সাবির খাঁর ছেলে ও পরিজনরা আপত্তি তোলে। কিন্তু আপত্তি কানে না নিয়ে বৃহস্পতিবার রাতে বিয়ে করে নেন তাঁরা। বর্তমানে মীরার বাড়িতে থাকছেন সাবির।