• এনআরসির বিরুদ্ধে পোস্টার পড়ল পেট্রাপোল সীমান্তে
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: উত্তমকুমার ব্রজবাসী নামে দিনহাটার এক বাসিন্দার কাছে এনআরসসির নোটিস আসাকে কেন্দ্র করে উত্তাপের আঁচ এবার এসে পড়ল পেট্রাপোল সীমান্তে। এনিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক তরজার আবহেই এবার এনআরসির বিরোধিতা করে পোস্টার পড়ল পেট্রাপোল সীমান্তে। শুক্রবার সীমান্তের একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। সব মিলিয়ে বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। পোস্টারে কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতির বিরোধিতা করা হয়েছে। দিনহাটার বাসিন্দা উত্তমকুমারের পক্ষে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

    পোস্টারে দাবি করা হয়েছে, বাংলা দখলের স্বপ্ন নিয়েই এনআরসি আইন এনেছে বিজেপি। দিনহাটার বাসিন্দার কাছে এভাবে নোটিস আসায় মোদি, অমিত শাহকে কাঠগড়ায় তোলা হয়েছে সেই সব পোষ্টারে। স্থানীয় বাসিন্দা কল্যাণ বিশ্বাস বলেন, ‘সকালে রাস্তায় বেরিয়ে এনআরসি নিয়ে বেশ কিছু পোস্টার দেখতে পাই। এই পোস্টারে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে তৃণমূলই এটা করেছে। ওরা আতঙ্কিত। এনআরসি হলে ওদের ভোটব্যাঙ্ক থাকবে না।’ এমন দাবি উড়িয়ে দিয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘এই পোস্টারের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে এই পোস্টার দিয়েছে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)