• পাখি মারা পিস্তল উঁচিয়ে ‘দাদাগিরি’! জনতার রোষে দুই নাবালক, পরে গ্রেপ্তার
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • ভরা বাজারে পাখি মারা বন্দুক (এয়ারগান) উঁচিয়ে 'দাদাগিরি' দেখাতে গিয়ে জনতার রোষে দুই নাবালক। রীতিমতো দড়িতে বেঁধে অভিযুক্ত দুই নাবালককে 'গণপ্রহার' দিতে দেখা যায় সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো-তে। পরে পুলিশ পৌঁছে ওই দুই নাবালক সহ মোট ৩ জনকে আটক করে।

    খোঁজ নিয়ে জানা গিয়েছে, শুক্রবার এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ নং ব্লকের রসুলপুর এলাকার। পরে রাতে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,‘অভিযুক্ত তিন নাবালককেই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পেশ করা হবে।’

    জানা গিয়েছে, শুক্রবার দুপুরে রসুলপুর এলাকায় একটি দোকানে ঢুকে কিছু জিনিসপত্র নেওয়ার পর দুই নাবালক টাকা না দিয়ে দোকানিকে বন্দুক তাক করে ভয় দেখায়। পরে তারা একটি বন্ধ থাকা দোকানে ভাঙচুর চালায় বলেও অভিযোগ স্থানীয়দের। এরপরই, দু'জনকে পাকড়াও করে দড়িতে বেঁধে রাখেন উত্তেজিত জনতা। পরে দাঁতন থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ওই দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদের পরে তাদের সঙ্গে আরও এক নাবালককে আটক করা হয়। রাতের দিকে তিনজনকেই গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। ওই আধিকারিক এও জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে একটি এয়ারগান বা পাখি মারা বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে ঘটনারও সরজমিনে তদন্ত শুরু করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

  • Link to this news (এই সময়)