• Live: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, আটকে বহু মানুষ
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • শনিবার দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। উত্তর-পূর্ব দিল্লিতে এ ঘটনা ঘটেছে সকাল ৭টা ৫ মিনিট নাগাদ। একাধিক মানুষজন ওই বাড়িটির ভগ্নস্তূপে আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

    শনিবার সকালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাক ও স্করপিও-র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্করপিওতে থাকা চারজনের। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বেলদা থানার পুলিশ। ট্রাকটিকে আটক করে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ফের কলকাতা শহরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের অভিযোগ। আইআইএম জোকার বয়েজ হস্টেলে ডেকে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। শুক্রবার রাতেই কলেজ চত্বরে যায় হরিদেবপুর থানার পুলিশ। এই ঘটনায় অভিযোগ উঠেছে আইআইএম জোকার এক ছাত্রের বিরুদ্ধে।

    ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁয়ের খুনের ঘটনায় প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট। জানা গিয়েছে, তাঁর দেহে একাধিক গুলির আঘাত রয়েছে। মাথা-সহ শরীরের পাঁচটি জায়গায় গুলি লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, কাঁধ, মুখ-সহ অন্তত পাঁচ থেকে ছয়টি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। 

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি নিম্নচাপটি শেষ পর্যন্ত  ঝাড়খণ্ড হয়ে ছত্তিসগড়ের দিয়ে এগিয়েছে। তবে নিম্নচাপ সরার গতি অত্যন্ত ধীর হওয়ায় দক্ষিণবঙ্গে তার রেশ এখনও রয়ে গিয়েছে। এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে।

  • Link to this news (এই সময়)