• আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সোনা ও রূপো জয় বাংলার ২ খুদের, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
    আনন্দবাজার | ১২ জুলাই ২০২৫
  • আন্তর্জাতিক দাবা খেলায় অংশগ্রহণ করে সোনা ও রূপোর পদক জয় করল বাংলার দুই খুদে সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডল। শুক্রবার সেই খবর পেয়ে দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ‘ফাইড ওয়ার্ল্ড ক্যাডেট চেস কাপ’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে হাওড়ার জগাছা ধারসা এলাকার ঐশিক (১০)। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকটি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করার পরে নিজের দেশেরই এক প্রতিযোগীর মুখোমুখি হয়েছিল সে। বিশ্বের ময়দানে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য খুদে দাবাড়ুকে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রূপোর পদক অর্জন ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা— জোড়া সুখবরে আপ্লুত ঐশিকের পরিবার।

    ছেলের সাফল্যের কথা বলতে গিয়ে বাবা সুকান্ত মণ্ডল জানান, চাকরি সূত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে মাত্র সাড়ে ছয় বছর বয়স থেকেই দাবা খেলা শুরু করেছিল ঐশিক। দাবার শিক্ষকও ছিল। দেশে ফেরার পরেও সেই উৎসাহে ভাটা পড়েনি। ওড়িশা থেকে অনলাইনে এক শিক্ষক দাবার প্রশিক্ষণ দেন ওকে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে রাজ্যস্তর পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছেছিল সে। পুণেতে আয়োজিত সেই প্রতিযোগিতায় অনুর্ধ্ব ৯ বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছিল। তার পরে এবছর ডাক পেয়েছিল জর্জিয়াতে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে। ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত জর্জিয়ায় গ্র্যান্ড বেলাজিও হোটেলে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। মোট ৩৫টি দেশের মধ্যে খেলা হয়েছিল। অনুর্ধ্ব ১০ বিভাগে অংশ নিয়েছিল ঐশিক। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিল পশ্চিমবঙ্গেরই আর এক বাসিন্দা সর্বার্থ। দুজনের মধ্যে চূড়ান্ত খেলা চলে দু’দিন ধরে। ১ ও ২ জুলাই ম্যাচ ড্র হওয়ার পরে টাইব্রেকার হলে প্রথম স্থানাধিকারী সর্বার্থ সোনার পদক অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে রূপোর পদক পায় ঐশিক। শুক্রবার মুখ্যমন্ত্রী দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন।

    ছেলের সাফল্য প্রসঙ্গে মা বলেন, ‘‘ আমেরিকায় থাকাকালীন ছোট বেলায় খুব দুরন্ত ছিল ঐশিক। শান্ত করার জন্যই দাবা খেলায় মনোনিবেশ করানোর চেষ্টা করেছিলাম। দাবা খেলা ছাড়াও গল্পের বই পড়তে ও ছবি আঁকতে ভালবাসে ছেলে। পড়াশোনার জন্য খুব বেশি চাপ দেওয়া হয় না ওকে।’’ তিনি আরও বলেন, ‘‘ঐশিকের এই সাফল্যে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন দেখে খুব গর্ব হচ্ছে।’’ দাবাড়ুর বক্তব্য, ‘‘বাইরের দেশের সঙ্গে খেলতে যাওয়ার ডাক আসার পরে উৎসাহ যেমন লেগেছিল তেমনই ভয়ও লাগছিল। তবে আমার স্যর সাহস জুগিয়েছিলেন। প্রথম খেলা হয়েছিল রাশিয়ার সঙ্গে। তারপরে একে একে জর্জিয়া, আমেরিকা, নাইজেরিয়া, আফ্রিকার মত দেশের সঙ্গে খেলার পরে নিজের দেশের প্রতিযোগীর সঙ্গেই চূড়ান্ত খেলা হয়েছিল।’’ ঐশিক জানিয়েছে, ভবিষ্যতে দাবায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে তার।

    এ দিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমাদের বাংলার দু’ই ছেলের জন্য শুভেচ্ছা। আমরা গর্বিত দু’ই নতুন দাবা তারকা- সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডলের জন্য।’ তিনি লেখেন, ‘আন্তর্জাতিক মঞ্চে তোমাদের অসাধারণ সাফল্য আমাদের কাছে অনুপ্রেরণা।’
  • Link to this news (আনন্দবাজার)