• ঘর গুছিয়ে ময়দানে নামতে নির্দেশ শমীককে
    আনন্দবাজার | ১২ জুলাই ২০২৫
  • হাতে সময় কম। তাই দ্রুত ঘর গুছিয়ে মাঠে নেমে পড়ার জন্য সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নির্দেশ দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন সভাপতিকে সামনে রেখে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারের দামামা বাজতে আগামী ১৮ জুলাই রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত মাসে আসার কথা থাকলেও আসতে পারেননি মোদী। বিজেপি সূত্রের মতে তাই বিদেশ থেকে ফিরে বাদল অধিবেশনের আগেই পশ্চিমবঙ্গ ঘুরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে দিল্লি এসে গত কাল সুনীল বনসল ও আজ বি এল সন্তোষের সঙ্গে দেখা করেন শমীক। সূত্রের মতে, দু’জনেই রাজ্যে দ্রুত নিজের দল গুছিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। সূত্রের মতে, রাজ্য নেতৃত্বের মধ্যে বিভিন্ন শিবিরের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অবহিত। বিশেষ করে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে মনোমালিন্য যে দলের ভাল ফল করায় অন্তরায় তা ভাল করেই বুঝতে পারছেন কেন্দ্রীয় নেতারা। রাজ্য নেতাদের বিভিন্ন মন্তব্য অস্বস্তিতে রেখেছে নতুন সভাপতিকে। বিশেষ করে দিলীপের এক বার নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, অন্য দিকে শুভেন্দু অধিকারীর কাশ্মীর নিয়ে মন্তব্য, কোনওটাই ভাল ভাবে নিচ্ছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আপাতত বিতর্কিত মন্তব্য না করে দলের কাজে যাতে রাজ্যের নেতারা মনোনিবেশ করেন সেই বিষয়টিও শমীককে দেখতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

    শুভেন্দুর কাশ্মীর সংক্রান্ত মন্তব্যে আজ শমীক বলেন, ‘‘কী পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছেন তা দেখতে হবে। ওঁর হয়তো হিমাচল প্রদেশ পছন্দ। তাই ওই কথা বলেছেন। এ নিয়ে কোনও মতবিরোধ নেই।’’ অন্য দিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘পাকিস্তান তো এটাই চাইছিল যাতে হিন্দুরা কাশ্মীর থেকে মুখ ফেরান। শুভেন্দু তাহলে কি পাকিস্তানের চর?’’

    তিন দিনের দিল্লি সফরে আজ চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে গিয়ে সস্ত্রীক পুজো দেন দিলীপ ঘোষ। বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘শমীক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ায় দলের কর্মীরা উজ্জীবিত। উনি জেলায় জেলায় সফর করবেন। আমিও প্রয়োজনে জেলায় জেলায় গিয়ে পুরনো কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের ফের মাঠে নামারআহ্বান করব।’’

    আর শুভেন্দুর কাশ্মীর মন্তব্য নিয়ে দিলীপ বলেন, ‘‘ওই কথা বলে তিনি দলীয় লাইন ভেঙেছেন কি না তা দল খতিয়ে দেখবে।’’
  • Link to this news (আনন্দবাজার)