• তদন্ত চেয়ে বোসের দরবারে ছাত্র পরিষদ
    আনন্দবাজার | ১২ জুলাই ২০২৫
  • নিয়োগ-দুর্নীতি কাণ্ডে ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি হারানো এবং দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে এ বার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে স্বতঃপ্রণোদিত তদন্ত করার আর্জি জানাল ছাত্র পরিষদ। এই দাবিতে শুক্রবার কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে দেবজ্যোতি দাস, পাপাই ঘোষ, রেজাউল হক মোল্লা, জয় মল্লিক ও সৌরিত চট্টোপাধ্যায়েরা রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবিপত্র দিয়েছেন। গণধর্ষণ-কাণ্ডকে সামনে রেখে ছাত্র পরিষদের অভিযোগ, ‘এই ঘটনা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ।’ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি-সহ নানা অব্যবস্থা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে বোসের কাছে স্বতঃপ্রণোদিত তদন্ত করার দাবি জানিয়েছে ছাত্র পরিষদ। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও করা হয়েছে। পাশাপাশি, নিয়োগ-দুর্নীতির ফলে ‘যোগ্য’ শিক্ষকেরা চাকরি হারানোর ফলে যে সঙ্কট তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বোস যাতে সুষ্ঠু তদন্তের জন্য আর্জি জানান, সেই অনুরোধও করেছে ছাত্র পরিষদ।
  • Link to this news (আনন্দবাজার)