• কাঞ্চনের বিরুদ্ধে চিঠি লালবাজারে
    দৈনিক স্টেটসম্যান | ১২ জুলাই ২০২৫
  • স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকির অভিযোগ ওঠে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী মল্লিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনায় সরব হয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা। তবে শুক্রবার পরিস্থিতি আরও জটিল হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের অধিকর্তা শুভাশিস কমল গুহ গোটা ঘটনাটির বিবরণ দিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি চিঠি লিখেছেন। এই পদক্ষেপ যে বিধায়ক কাঞ্চন মল্লিকের বিপদ আরও বাড়িয়েছে তা বলাই বাহুল্য। একইসঙ্গে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফ্রন্ট মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বিধায়কের আচরণ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

    জানা গিয়েছে, চিঠিটি ডিসি সেন্ট্রালকে পাঠিয়ে বউবাজার থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এফআইআর দায়ের করবে পুলিশ। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বিধায়ক কাঞ্চন মল্লিক তাঁর স্ত্রী শ্রীময়ী মল্লিক ও বৃদ্ধা শাশুড়ির মা-কে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে দেখাতে নিয়ে যান। সেখানে চিকিৎসক মেহবুবর রহমান অন্য রোগীদের চিকিৎসা করছিলেন। কিন্তু বিধায়ক আসায় অগ্রাধিকার দিয়ে তাঁর রোগীকে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী দাবি করেন, বৃদ্ধার রক্তচাপ মাপতে হবে। এছাড়াও চিকিৎসককে একাধিক প্রশ্ন করা হয়। অন্যান্য রোগী থাকায় চিকিৎসক উত্তেজিত হয়ে ওঠেন। চিকিৎসক এবং বিধায়কের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উপস্থিত রোগীরাও অনেকে বিধায়কের আচরণের তীব্র সমালোচনা করেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)