• আরও দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়, দক্ষিণের পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
    আনন্দবাজার | ১২ জুলাই ২০২৫
  • নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়েছে। তবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখাও। ফলে আপাতত দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের পর আপাতত আর কোথাও বৃষ্টির সতর্কতা নেই। তবে আলিপুর জানিয়েছে, যে হেতু রাজ্যে বর্ষার বাতাস সক্রিয়, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই।

    নিম্নচাপ অঞ্চল শক্তি হারিয়ে ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়ের দিকে সরে গিয়েছে। তবে উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। রবিবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।
  • Link to this news (আনন্দবাজার)