তালা ভেঙে ঢুকে তছনছ স্কুলের বহু ঘর, ঘটনা ঘিরে রহস্য
আনন্দবাজার | ১২ জুলাই ২০২৫
থানার প্রায় নাকের ডগায় স্কুলে চুরির ঘটনায় রহস্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে দমদম গার্লস হাই স্কুলে। শুক্রবার সকালে প্রাথমিক বিভাগের শিক্ষিকারা আসার পরে বিষয়টি জানাজানি হয়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নগদ টাকা, প্রোজেক্টর, সাউন্ড সিস্টেমের পাশাপাশি বেশ কিছু জরুরি নথির খোঁজ মিলছে না। সেই সঙ্গে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। উধাও হয়েছে ডিভিআর-ও।
প্রাথমিক বিভাগের শিক্ষিকাদের একাংশ জানিয়েছেন, তাঁরা সকাল ৬টা নাগাদ স্কুলে এসে দেখেন, টিচার্স রুমের দরজা খোলা। ওই ঘরের এবং স্কুলের প্রবেশপথের দু’টি দরজার তালা ভাঙা। লক ও লকার ভাঙা হয়েছে টিচার্স রুমের নতুন আলমারির। শিক্ষিকারা জানান, ওই আলমারিতেই ছিল প্রোজেক্টর ও টাকা। তছনছ করা হয়েছে টিচার্স রুমের বিভিন্ন ক্যাবিনেটও।
একই ঘটনা ঘটেছে দিবা বিভাগেও। দমদম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী রায় বন্দ্যোপাধ্যায় জানান, স্কুলে মেরামতির কাজ চলায় তিনি আপাতত অন্য ঘরে বসছেন। স্কুলের অফিসের কাজও অন্য ঘরে করা হচ্ছে। এ দিন প্রধান শিক্ষিকা এসে দেখেন, তাঁর ঘরের টেবিলে রাখা ফাইল খোলা। ছড়িয়ে রয়েছে নথিপত্র ও সার্ভিস বুক। অফিসঘরেও বিভিন্ন নথি ছড়ানো। সহকারী প্রধান শিক্ষিকার ঘরের তিনটি আলমারি খোলা। সেখানে সিসি ক্যামেরার যন্ত্রাংশ ভাঙা, ক্যামেরার মুখও ঘোরানো। যার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এটি কি নিছক চুরি, না কি অন্য রহস্য রয়েছে?
খবর পেয়ে আসে পুলিশ এবং স্থানীয় ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি দেবশ্রী দাস। ঘটনার পরে স্কুলকে ঘিরে নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, এই ব্যাপারে পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে।