নন্দন দত্ত, সিউড়ি: গলায় ওড়নার ফাঁস। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রুমাল, জুতো, জলের বোতল। বীরভূমে জঙ্গলের ভিতর থেকে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তবে কি ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণীকে নাকি অন্য কিছু? পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বক্রেশ্বর নীল নির্জন জলাধার থেকে রাজগঞ্জ-করমকাল যাওয়ার রাস্তায় রাধামাধবপুর গ্রামের কাছে জঙ্গলে দেহটি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় সদাইপুর থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর বয়স ২৫-৩০ বছর। এখনও তাঁর নাম, পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বলেন, শুক্রবার দুবরাজপুরের ১ নম্বর ওয়ার্ডে একটি মেলা ছিল। সেই মেলায় দূরদুরান্তের মানুষের জমায়েত হয়। সম্ভবত এই তরুণী ওই মেলায় আসেন। ওই তরুণীকে স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের অনুমান, তিনি এই এলাকার বাসিন্দা নন। তবে মেলা প্রাঙ্গণ থেকে বেশ কিছুটা দূরে কীভাবে জঙ্গলে আসলেন তরুণী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। তবে কীভাবে তা এখনও স্পষ্ট নয়। ধর্ষণ করা হয়েছে কিনা, তা বোঝা যাচ্ছে না। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, তেমন কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কীভাবে তরুণী মৃত্যু হল, তা নিশ্চিত হওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।