দিঘা যাওয়ার পথে লরি এবং গাড়ির ধাক্কা, বেলদায় প্রাণ গেল ৪ জনের
প্রতিদিন | ১২ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘা যাওয়ার পথে অঘটন। লরি এবং স্করপিওর মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল চারজনের। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাই। মৃতরা প্রত্যেকে ওই স্করপিও গাড়িতে ছিলেন বলেই জানা গিয়েছে।
শনিবার সকাল। ঘড়ির কাঁটায় তখন ৬টা। জানা গিয়েছে, আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘা যাচ্ছিল ওই গাড়িটি। ছিলেন মোট চারজন আরোহী। বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উলটো দিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি। সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি লরি। কিছু বুঝে ওঠার আগে গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির।
ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়। দেহগুলি খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত লরি এবং স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে লরিচালকের খোঁজ পাওয়া যায়নি। মৃতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারাল গাড়িটি, তা স্পষ্ট নয়। গাড়িচালক মদ্যপ ছিলেন, গাড়ির গতি বেশি ছিল কিনা ? তা জানা যায়নি।