Big Breaking: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় হোঁচট। সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপ লাইনে লাফ দিয়েছেন এক যাত্রী, খবর এমনটাই। সূত্রের খবর মোটরম্যান ব্রেক কষেছেন, ওই যাত্রীকে লাইন থেকে তোলার চেষ্টা হচ্ছে। এখন কী অবস্থায় তিনি রয়েছেন, তা জানা যায়নি। এই কারণে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা এখন পুরোপুরি চলছে না। শনিবার দুপুর ১১টা ৫৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। গিরিশ পার্কে দাঁড়িয়ে থাকা মেট্রোর যাত্রীদের গাড়ি খালি করে দিতে বলা হয়েছে। পরপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো।
আপাতত গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। শনিবারও বহু লোকের অফিস থাকে। বিভিন্ন কাজে লোকজন বাইরে বেরোন। এমন সময়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিটের মতো স্টেশনে পরিষেবা অমিল হয়ে পড়ে। কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস ও ব্যবসায়িক কাজের জায়গা এগুলি। এর ফলে যাতায়াত করতে গিয়ে প্রবল ভোগান্তিতে পড়েন অনেকে। অবশেষে ১২টা ৫৫ মিনিটে মেট্রো ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়েছে।