• দিঘামুখী পর্যটকদের জন্য সুখবর, বাড়ল ২ স্পেশাল ট্রেনের মেয়াদ
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে দিঘায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছিল। পাঁশকুড়া-দিঘা লাইনের স্পেশাল ট্রেনে যাত্রীদের ভিড় হওয়ায় রেলের ভালো উপার্জন হয়। ফলে স্পেশাল ট্রেনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যদিও পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, এ ভাবে মেয়াদ না বাড়িয়ে ট্রেনগুলি স্থায়ী ভাবে চালানো হোক।

    ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা, পাঁশকুড়া স্পেশাল লোকাল ১২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত, অর্থাৎ আরও ১৩ দিন চলবে। এই স্পেশাল ট্রেনগুলির মেয়াদ শেষের আগেই সময়সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, এই স্পেশাল ট্রেনগুলিকে স্থায়ী ভাবে চালানোর জন্য আবেদন জানানো হয়েছে তাঁদের সংগঠনের পক্ষ থেকে। যদিও রেল কর্তৃপক্ষ এখনও তাতে চূড়ান্ত অনুমোদন দেননি। এই স্পেশাল ট্রেনগুলি স্থায়ী করা হলে অনেক যাত্রী উপকৃত হবেন বলে জানান তিনি।

    সম্প্রতি দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে দিঘার আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)