• ‘কেউ অত্যাচার করেনি, মেয়ে ফিট’, IIM কলকাতার বয়েজ় হস্টেলে ধর্ষণের অভিযোগ অস্বীকার ‘নির্যাতিতা’-র বাবার
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • মেয়ের অভিযোগ, শুক্রবার রাতে IIM কলকাতার জোকা ক্যাম্পাসের বয়েজ় হস্টেলে তিনি যৌন হেনস্থার শিকার হয়েছেন। রাতে হরিদেবপুর থানায় অভিযোগও দায়ের করেন তিনি। এ দিকে, অভিযোগ নথিভুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরে, শনিবার দুপুরে ‘নির্যাতিতা’র বাবা সংবাদমাধ্য়মের কাছে যা দাবি করলেন, তা কার্যত ‘ইউ টার্ন’। অভিযোগকারিণীর বাবার দাবি, ‘মেয়ের সঙ্গে কেউ অত্যাচার বা খারাপ ব্যবহার করেনি।’ শুধু তাই নয়, মেয়েকে ধর্ষণ করা হয়নি বলেও সংবাদমাধ্য়মের কাছে দাবি করেছেন ‘নির্যাতিতা’-র বাবা। তা হলে কেন হরিদেবপুর থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন তরুণী? এখনও পর্যন্ত সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি। সংবাদমাধ্য়মের কাছে যখন মুখ খুলেছেন অভিযোগকারিণীর বাবা, তখন তাঁর মেয়ে ঘুমোচ্ছিলেন। মেয়ে সারারাত ঘুমোয়নি বলে দাবি ‘নির্যাতিতা’র বাবার। ঘুম থেকে উঠলে তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারবেন বলেও জানিয়েছেন অভিযোগকারিণীর বাবা।

    শনিবার দুপুর ১টা নাগাদ তিনি সংবাদমাধ্যমে দাবি করেন, গতকাল (শুক্রবার) রাত ৯টা ৩৪ মিনিটে তিনি মেয়ের ফোন পান। জানতে পারেন, মেয়ে অটো থেকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং জ্ঞান হারিয়েছেন। প্রথমে মেয়ে কোথায় আছে, তা তিনি বুঝতে পারেননি। পরে জানতে পারেন, এসএসকেএম হাসপাতালের নিউরোলজি বিভাগে রয়েছেন তিনি। তরুণীর বাবা বলেন, ‘পরে জানতে পারি যে হরিদেবপুর থানার পুলিশ ওকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।’ মেয়ের সঙ্গে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।

    আইআইএম কলকাতার জোকা ক্যাম্পাসের বয়েজ় হস্টেলে তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছে, হরিদেবপুর থানায় এমন অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদি কোনও ঘটনা না ঘটে, তা হলে কেন পুলিশে এই অভিযোগ? তরুণীর বাবা জানান, অভিযুক্তের সঙ্গে মেয়ের কোনও যোগাযোগ ছিল না।

    তরুণীর বাবার দাবি, তাঁর মেয়ে যেখানে পড়েন সেখানে একটি কাগজ জমা দিতে গিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি সামনে আসেনি।

    শুক্রবার রাতে আইআইএম কলকাতার জোকা ক্যাম্পাসের বয়েজ় হস্টেলে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে সকাল থেকেই তোলপাড় শহর। রাতেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। তিনি কর্নাটকের বাসিন্দা। যদিও এ বার যৌন নির্যাতন বা হেনস্থার সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তরুণীর বাবা।

  • Link to this news (এই সময়)