• মাঝরাতে ফোন, হন্যে হয়ে স্বামীর খোঁজ করতে গিয়ে মৃত্যু, মহেশতলা কাণ্ডে 'স্বামী'কেই গ্রেপ্তার করল পুলিশ...
    আজকাল | ১২ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বামী বেরিয়েছিলেন মহরমের জন্য। রাত বাড়লেও স্বামী ঘরে না ফেরায় খুঁজতে বেরিয়েছিলেন স্ত্রী। বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। শনিবার রাতে, বাড়ির কাছের গলি, আর সেখান থেকেই উদ্ধার হয় নার্সের দেহ। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎতলার ঘটনায় এবার নয়া মোড়। যে স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন, তদন্তে নেমে পুলিশ তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পেয়ে, গ্রেপ্তার করেছে। 

     পেশায় নার্স ওই যুবতীর নাম শিল্পী, বয়স ৩৪। তারপরেই আচমকা বাড়ির কাছে একটি গলি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    শিল্পীর স্বামী দাবি করেছিলেন, স্ত্রীর গলায় ওড়না জড়ানো ছিল। তিনি দাবি করেছেন, কেউ পরিকল্পিত ভাবে তাঁর স্ত্রীকে খুন করেছে। শিল্পী ও তাঁর স্বামী শেখ নাসির আলি থাকতেন জগৎতলার বাড়িতে। শনিবার রাতে মহরম উপলক্ষে বেরিয়েছিলেন নাসির। স্থানীয় সূত্রে খবর, স্বামীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজ করতে বেরোন শিল্পী।

    রাত আড়াইটে নাগাদ নাসিরের কাছে ফোন আসে, শিল্পী বাড়ির কাছে গলির ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিল্পী বিবিকে উদ্ধার করে তড়িঘড়ি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    পুলিশের দাবি, নার্স শিল্পী বিবির স্বামীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।গত শনিবার মহরমের দিন রাতে বাড়ির ২০০ মিটারের মধ্যে উদ্ধার হয় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নার্স শিল্পী বিবির নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নার্সকে। তদন্তে নেমে পুলিশ মনে করছে, পরিকল্পনা করে টোপ দিয়েই গভীর রাতে বাড়ির বাইরে বের করে আনা হয় শিল্পী বিবিকে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বাইরে ঝামলা চলছে, এই খবর পেয়েই স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন নিহত শিল্পী বিবি। আর তা থেকেই জোরালো হচ্ছে সন্দেহ। 

     
  • Link to this news (আজকাল)