কলেজের বয়েজ হোস্টেলে বহিরাগত তরুণীকে ‘যৌন নিগ্রহ’-এর অভিযোগ! কসবার পর এবার শিরোনামে জোকা আইআইএম...
আজকাল | ১২ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার বেসরকারি ল’কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। এই ঘটনার রেশ এখনও কাটেনি। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে রাজ্য সরকারও। তার মধ্যেই ফের যৌন নিগ্রহের অভিযোগ উঠল জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের ক্যাম্পাসে। অভিযোগ, কলেজের হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তরুণীর ওপর যৌন নিগ্রহ করা হয়েছে। কসবার ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় এই আইআইএমের ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ছাত্রকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় তরুণীর। এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে তাঁর অন্য আর এক বন্ধুর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়। এর পরই তরুণী ওই কলেজের পড়ুয়া ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাঁকে কলেজ ক্যাম্পাসে আসতে বলা হয়।
অভিযোগ, তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় ওই তরুণীর ওপর। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে যৌন নিগ্রহের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণী ওই ছাত্রের পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সেলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত কলেজে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যায় জরুরি নথি নেওয়ার অজুহাতে। সেখানে পিৎজা ও কোল্ড ড্রিংক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ উঠেছে। এরপরই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। ওই তরুণীকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ, এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলেও হুমকিও দেওয়া হয় তরুণীকে। যদিও পুলিশকে ওই তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাতেই পুলিশের আধিকারিকরা ওই হস্টেলে যান। পুলিশ তদন্ত শুরু করে। একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শুক্রবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশ সূত্রের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ছাত্র ম্যানেজমেন্টে বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। প্রসঙ্গত, কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি ল’কলেজে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাদের মধ্যে একজন কলেজেরই প্রাক্তন এবং অপর দু’জন কলেজের পড়ুয়া বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীনী অভিযোগে জানান, গত ২৫ জুন সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশের মধ্যবর্তী সময়কালে তাঁর উপর নির্যাতন চালানো হয়। দুই অভিযুক্তকে পুলিশ ২৬ জুন গ্রেপ্তার করে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। অন্যদিকে, আর এক অভিযুক্তকে ২৭ জুন গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। তারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তরুণীর বয়ানের সঙ্গে কলেজের সিসিটিভি ফুটেজ মিলে গিয়েছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে।