সেন্ট্রাল স্টেশনে হঠাৎ লাইনে ঝাঁপ, সপ্তাহান্তে ফের ব্যাহত পরিষেবা, প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল...
আজকাল | ১২ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুরের দিকে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, এদিন দুপুরের দিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপ লাইনে ট্রেনের সামনে পড়ে যান এক ব্যক্তি। তৎক্ষণাৎ লাইনে বিদ্যুৎ সংযোগ ব্যাহত করে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজে নামা হয়। ফলে, প্রায় এক ঘণ্টা ব্যাহত ছিল মেট্রো চলাচল। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছিল। এক ঘণ্টা পর বর্তমানে ফের স্বাভাবিক হয়েছে পরিষেবা। তবে এক ঘণ্টায় পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার মুখে পড়তে হয় বহু যাত্রীকেই। মেট্রো বন্ধ থাকায় ভিড় লক্ষ্য করা গিয়েছে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে বিদ্যুতের সমস্যা দেখা যায়।
ফলে কারশেড থেকে মেট্রো রেকগুলিকে লাইনে আনতে সমস্যা হচ্ছিল। এর জেরে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত পরিষেবায় সমস্যা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, দুটি নির্ধারিত সময়ের মেট্রোর মধ্যে একটি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছিল। কিন্তু এর প্রভাব পড়ে প্রায় সব স্টেশনেই। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকছিল। ফলে স্টেশনে স্টেশনে ভিড় জমে যাচ্ছিল যাত্রীদের। অত্যধিক ভিড় হয়ে যায় মেট্রোয়। যাত্রীদের অভিযোগ, প্রায়শই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে মেট্রো পরিষেবায়। প্রসঙ্গত, গত ৩০ তারিখ সকালেও ব্যাহত হয়েছিল পরিষেবা। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে গিয়েছিল। যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল মেট্রো।
আরও পড়ুন: ফুয়েল ‘কাট অফ’ করলে কেন? এক পাইলটকে প্রশ্ন অপরের, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে ঘনাচ্ছে রহস্য
মাঝের অংশে দীর্ঘক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তারপর আবার বৃহস্পতিবার পরিষেবা সাময়িক ব্যাহত হল। গত ৩০ জুন জল জমে যাওয়ার খবর আসে কলকাতা মেট্রোতে। জানা যায়, মেট্রোরেলের লাইন জলে ডুবে যাওয়ার কারণে বন্ধ রয়েছে চলাচল। গিরিশ পার্ক স্টেশন থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। সপ্তাহের শুরুর দিনেই অফিস টাইমে মেট্রো বিভ্রাট হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক স্টেশন জুড়ে যাত্রীদের ভিড়। অন্যান্য যানবাহন ধরার জেরে প্রবল ভিড় জমে গিয়েছে স্টেশন চত্বরেও। তার মধ্যে রাস্তাতেও জল জমে থাকায় ব্যাপক সমস্যার মুখে আমজনতা। মেট্রোরেল সূত্রে খবর, লাইনে জল জমে যাওয়ার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মেট্রো চলাচল।
তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। আবার, ওই একই দিনে লাইনে জল জমার সমস্যা কাটিয়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই ফের বন্ধ হয় মেট্রো। জানা যায়, বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ মেরেছেন এক যাত্রী। সেই সময় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছিল। ব্যক্তির ওপর দিয়ে অনেকটা গড়িয়ে যায় ট্রেনের চাকা। তাঁর অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মেট্রোরেল সূত্রে খবর, রেললাইনের বিদ্যুৎ বন্ধ করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় ব্যাহত হয়েছে ব্লু-লাইনে মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো। কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে। তবে অফিস টাইমে বিভ্রাট হওয়ায় প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় জমে নিত্যযাত্রীদের।