• ‘মেয়ে অটো থেকে পড়ে গিয়েছিল, কোনও নির্যাতন হয়নি’, জোকা আইআইএমের ঘটনায় চাঞ্চল্যকর দাবি তরুণীর বাবার...
    আজকাল | ১২ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কসবার পর জোকা আইআইএমের ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই, এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। তার মধ্যেই এবার চাঞ্চল্যকর দাবি করে বসলেন তরুণীর বাবা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শুক্রবার রাত ৯:৩৪ মিনিট নাগাদ তাঁর কাছে একটি ফোন আসে। তিনি জানতে পারেন, তাঁর মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘আমি জানতে পারি এসএসকেএম নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে আমার মেয়ে ভর্তি রয়েছে। পরবর্তীকালে জানতে পারি যে হরিদেবপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। মেয়ে আমাকে জানিয়েছে, ওর সঙ্গে ধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি’।

    জানা গিয়েছে, ওই তরুণী বাড়িতে ফেরার পর তাঁর বাবাকে জানান, তাঁর সঙ্গে কোনও যৌন নিগ্রহের ঘটনা ঘটেনি, এমনকি শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেনি। তরুণীর বাবা আরও জানিয়েছেন, যাকে গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে মেয়ের কোনও সম্পর্ক নেই। তবে তিনি আরও দাবি করেছেন, তাঁর মেয়ে ঘুমিয়ে থাকার কারণে তাঁর সঙ্গে এখনও পর্যন্ত পরিষ্কার করে কথা বলতে পারেননি তিনি। হরিদেবপুর থানার পুলিশ তাঁর মেয়েকে কোথা থেকে পেয়েছেন সেটাও তাঁকে জানানো হয়নি। এমনকি, থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাও তাঁর মেয়ে করেনি। জোকার ঘটনায় যখন রাজ্য রাজনীতি তোলপাড় তার মধ্যে তরুণীর বাবার এমন বিস্ফোরক দাবিতে ঘুরে গিয়েছে ঘটনার মোড়।

    প্রসঙ্গত, শুক্রবার রাতে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের ক্যাম্পাসে। অভিযোগ, কলেজের হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তরুণীর ওপর যৌন নিগ্রহ করা হয়েছে। কসবার ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় এই আইআইএমের ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ছাত্রকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় তরুণীর। এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে তাঁর অন্য আর এক বন্ধুর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়। এর পরই তরুণী ওই কলেজের পড়ুয়া ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাঁকে কলেজ ক্যাম্পাসে আসতে বলা হয়।

    Jঅভিযোগ, তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় ওই তরুণীর ওপর। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে যৌন নিগ্রহের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণী ওই ছাত্রের পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সেলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত কলেজে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যায় জরুরি নথি নেওয়ার অজুহাতে। সেখানে পিৎজা ও কোল্ড ড্রিংক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ উঠেছে। এরপরই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। ওই তরুণীকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলেও হুমকিও দেওয়া হয় তরুণীকে।
  • Link to this news (আজকাল)