• কাশ্মীরে বাঙালিদের যাওয়া নিয়ে শুভেন্দুর কথা মানলেন না শমীক, বললেন...
    আজ তক | ১২ জুলাই ২০২৫
  • যদিও শমীক বলছেন, 'শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের অবস্থানের কোনও সম্পর্ক নেই। কাশ্মীর আমাদের। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের জন্যই জীবন বিসর্জন দিয়েছিলেন। কাশ্মীরে আমরা যাবই। কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।'

    তিনি আরও বলেন, 'স্বাধীনতার পরে কংগ্রেস নেতৃত্ব কাশ্মীরকে বরাবর আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখেছে। সেটা হওয়া উচিত হয়নি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে সমাজকে ভাগ করছেন। আমরা চাই সবাই একসঙ্গে থাকুক। পিওকে (পাক দখলকৃত কাশ্মীর) দেশের মানুষের দাবি। আগামিদিনে সীমান্তও বাড়বে।'

    গত ১০ জুন ওমর-মমতা বৈঠক
    গত বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৈঠকে কাশ্মীরের পর্যটনকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টার বিষয়ে জানান। পাশাপাশি বাংলার পর্যটকদের আমন্ত্রণ করেন। ওমরের অনুরোধে মমতা জানান, দুর্গাপুজোর পরে সময় করে কাশ্মীর সফর করতে পারেন।

    মমতা বন্দ্যোপাধ্যায়ও কাশ্মীরে শান্তি ফেরানোর পক্ষে বার্তা দেন। তিনি জানান, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি।

    শুভেন্দুর মন্তব্য  
    এই সৌজন্য সাক্ষাৎকারের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া সমালোচনা করেন। তিনি বলেন, 'বাংলার হিন্দু পর্যটকরা কাশ্মীরে যাবেন না।' নিরাপত্তার কারণ দেখিয়ে কাশ্মীর সফরের বিষয়ে সাবধান করেন রাজ্যের পর্যটকদের।

    শশী পাঁজার বক্তব্য, 'বিজেপি নেতারা এখন নিজেদেরই কেন্দ্রীয় সরকার ভেবে বসেছেন। কিন্তু বাস্তবটা মোটেই তেমন নয়।'

    কাশ্মীরে পর্যটন নিয়ে রাজনীতি 
    একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওমর আবদুল্লাহ কাশ্মীরে ফের পর্যটনে জোর দিচ্ছেন। অন্যদিকে শুভেন্দুর উল্টো বার্তায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তবে বিজেপির রাজ্য সভাপতির সাফাই, দলের অবস্থান শুভেন্দুর মতের এক নয়।
  • Link to this news (আজ তক)