কলকাতা: নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আজ, শনিবারও শহরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বয়ে যেতে পারে দমকা বাতাস। সকালের সর্বশেষ রিপোর্টে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।এদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৭.২ ডিগ্রি।গতকাল সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে ৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।