• সেন্ট্রাল স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, অফিস টাইমে ফের ব্যাহত পরিষেবা
    প্রতিদিন | ১২ জুলাই ২০২৫
  • নব্যেন্দু হাজরা: ফের মেট্রোর সামনে ঝাঁপ। সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রো একজন ঝাঁপ দেন বলেই খবর। তার ফলে আবারও ব্যাহত মেট্রো পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা।

    মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে মধ্যবয়সি পুরুষ ঝাঁপ দেন। মেট্রো রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয়ে যাওয়া হাসপাতালে। এই ঘটনার জেরে আপ এবং ডাউন দুই শাখায় ব্যাহত পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলে মেট্রো। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা।  

    এর আগে গত ৩০ জুন আত্মহত্যার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ওইদিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভিড়ের মাঝে থাকা একজন ঝাঁপ দেন। মেট্রো কর্তৃপক্ষের তরফে তাঁকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ওইদিন আবার চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে যায়। যার ফলে সকাল ৯টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাদুয়েক পর বেলা এগারোটা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
  • Link to this news (প্রতিদিন)