সুমন করাতি, হুগলি: ফের হুগলি নদীতে কুমির আতঙ্ক! লোকালয়ের ঘাটে ঘুরে বেড়াচ্ছে কুমির। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আতঙ্কে রয়েছে গঙ্গা পাড়ের বাসিন্দারা। স্নান করতে ভয় পাচ্ছেন। প্রশাসন প্রচার করেছে। কিছুদিন পরই শ্রাবণী মেলা শুরু হবে। এই আবহে কুমির আতঙ্ক প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে। প্রশাসন বনদপ্তরকে কুমিরটিকে ধরে গভীর জলে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছে। কেন বারবার লোকালয়ে কুমির ঢুকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কোন্নগর ফেরিঘাটের এক কর্মী শুভাশিস ভট্টাচার্য জানিয়েছেন, লঞ্চ নিয়ে যাত্রী পারাপার করার সময় তাঁরা কুমিরটিকে দেখতে পান। কুমিরটির দৈর্ঘ্যে ৬ থেকে ৭ ফুট লম্বা বলে অনুমান। সেই ভিডিও ফোনে তোলা হয়। পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আতঙ্কে অনেকেই গঙ্গায় স্নান নামতে করতে ভয় পাচ্ছেন। ফেরির যাত্রীরাও আতঙ্কিত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাঁরা গঙ্গাস্নান করেন। জলে কুমির ঘুরছে দেখে স্নান করতে ভয় লাগছে। ছোট বাচ্চারা সাঁতার শিখতে আসে। স্বাভাবিকভাবেই তাদের জলে নামতে দিচ্ছেন না অভিভাবকরা। প্রশাসন সূত্রে খবর, বনদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।
কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, “অনেকেই গঙ্গার ঘাটে স্নান করেন। তাঁরা যাতে সাবধানতা অবলম্বন করেন সে বিষয়ে সচেতন করা হবে। ঘাটগুলোতে মাইকে প্রচারের পাশাপাশি ব্যানার দিয়ে সতর্ক করা হবে। কুমির ধরতে বনদপ্তরকে আবেদন করব।” বনদপ্তরের আধিকারিক তাপস দেব জানান, জেলা প্রশাসনকে মাইক প্রচার করতে বলা হয়েছে। তবে কুমির এই সময় ডাঙায় আসে না। শ্রাবণী মেলায় যারা আসবেন তাদের গঙ্গায় ঘাটে নামার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁশবেড়িয়ায় কুমির দেখা গিয়েছিল। তা নিয়ে আতঙ্ক ছড়ায়। প্রশাসন প্রচার শুরু করে। আবার হুগলিতে কুমির দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।