বাংলা সহায়তা কেন্দ্রের বড় সাফল্য। তুলে ধরলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, 'বাংলা সহায়তা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোনকে স্পর্শ করেছে। এক হাজার কোটি পেরিয়ে গিয়েছে সার্ভিস ডেলিভারি লেনদেনের ক্ষেত্রে। অল্প সময়কালের মধ্যে ই ওয়ালেটের মাধ্যমে।
বিএসকের ডিজিটাল প্লাটফর্মের উপর বিশ্বাস রেখেছেন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের ডিজিটাল পাবলিক সার্ভিস ডেলিভারি মডেলের স্বচ্ছতা ও দক্ষতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বিএসকে রোজ হাজার হাজার বিভাগীয় পরিষেবা দিচ্ছে। স্কলারশিপ থেকে শুরু করে স্বাস্থ্য, আবাসন পরিষেবা সংক্রান্ত সার্টিফিকেটের ক্ষেত্রে। সবটাই ডিজিটাল পরিকাঠামোর অঙ্গ। এটা ডিজিটাল বাংলা ইন অ্যাকশনের একটা উদ্যোগ। এর মাধ্যমে নাগরিকদের শক্তি প্রদান করা হচ্ছে, যে বাধাগুলি ছিল তা দূর হচ্ছে ও একটা গভর্ন্যান্স মডেল তৈরি হচ্ছে।
এই সাফল্য সমস্ত বিএসকে অপারেটরদের একটা সংঘবদ্ধ প্রয়াস। একটা নির্দিষ্ট টিম এক্ষেত্রে সাপোর্ট করেছে। সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন' লিখেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই সাফল্যের আখ্য়ানের মধ্য়ে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। একটি হল বিএসকের সাফল্য। অন্যদিকে ‘ডিজিটাল বাংলার ইন অ্যাকশনে’র কথা উল্লেখ করেছেন মুখ্য়মন্ত্রী।