• ‘চলো আমরা…’, ছাত্রীকে নিয়মিত অশালীন হোয়াটসঅ্যাপ মেসেজ, গ্রেপ্তার স্কুলের প্রধান শিক্ষক
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • কসবার একটি আইন কলেজে পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এর মাঝেই আজ, শনিবার IIM কলকাতার ক্যাম্পাসে এক পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে। এ বার এক পড়ুয়াকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষক লক্ষণ লামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ক্যানিংয়ের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ওই পড়ুয়ার পরিবারের দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষক নিয়মিত হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান পড়ুয়াকে। সম্প্রতি একটি মেসেজে লেখা হয়েছে, ‘গুড মর্নিং, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড… চলো আমরা…।’ দীর্ঘদিন ধরেই ওই পড়ুয়াকে উত্যক্ত করা হতো বলেও দাবি করেন অভিভাবক।

    বিষয়টি প্রথমে গোপন করে রাখলেও পরে ওই ছাত্রী পুরো বিষয়টি তার পরিবারকে জানায়। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। শনিবার স্কুলে যায় ক্যানিং থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর মোবাইল ফোন-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনার জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের অন্যান্য অভিভাবকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। তাঁদের বক্তব্য, ‘যিনি শিক্ষাদানের দায়িত্বে, তিনিই যদি এমন নোংরামো করেন, তবে শিশুদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে?’ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় বিধায়ক। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন, ‘এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’

  • Link to this news (এই সময়)