ঘুষ কাণ্ড: ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর মাল পুরসভার চেয়ারম্যানের
বর্তমান | ১৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মিথ্যে অভিযোগ তোলা হয়েছে দাবি করে এবার ঠিকাদারের বিরুদ্ধে পাল্টা এফআইআর করলেন মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। সম্প্রতি শিবরতন আগরওয়াল নামে শিলিগুড়ির এক ঠিকাদার মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বকেয়া বিলের টাকা ছাড়তে ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন। এনিয়ে তিনি পুলিস-প্রশাসনের দ্বারস্থ হন। ওই ঘটনায় আজ, শনিবার অভিযোগকারী ঠিকাদারের বিরুদ্ধে মাল থানায় পাল্টা এফআইআর দায়ের করেন পুরসভার চেয়ারম্যান। তাঁর দাবি, ওই ঠিকাদার মিথ্যে অভিযোগ করেছেন। এতে তাঁর মানসম্মান নষ্ট হয়েছে। একারণে তদন্ত করে ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এদিকে, মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা ‘ঘুষ’ চাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মাল মহকুমা শাসক শুভম কুণ্ডালকে তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পুষ্পক রায়। জেলা প্রশাসনের তদন্তের সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছেন মাল পুরসভার পুরপ্রধান উৎপল ভাদুড়ি। তিনি বলেন, ‘মিথ্যে অভিযোগ আনায় আমি শনিবার মাল থানায় ওই ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করেছি। আমি চাই, পুলিসের পাশাপাশি প্রশাসনও বিষয়টি তদন্ত করে দেখুক।'অভিযোগকারী ঠিকাদারের দাবি, ২০১৭ সালে তিনি মালবাজার শহরে হাইমাস্ট ল্যাম্প লাগানোর জন্য পুরসভাকে যাবতীয় সামগ্রী সরবরাহ করেছিলেন। সেই বাবদ বিল হয় ৫০ লক্ষ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ৪৫ লক্ষ টাকা পেয়েছেন তিনি। ফলে এখনও বকেয়া ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। ওই টাকার জন্য বহুবার পুরসভার দ্বারস্থ হয়েছেন। কিন্তু আজও পেমেন্ট পাননি।শিবরতনের দাবি, বিল ছাড়তে চেয়ারম্যান ও পুরসভার ফিনান্স অফিসার তাঁর কাছে ঘুষ চেয়েছেন। যদিও মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির দাবি, ‘ওই ঠিকাদারের কাগজপত্র ঠিক নেই। সেটা ধরে পড়ে যাওয়ায় মিথ্যে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি আমরা রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরকেও জানিয়েছি।’