• রেশনে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কথা ছিল দুয়ারে রেশন দেওয়ার। অভিযোগ, সে সব তো মেলেই না, বদলে দুয়ারে দেওয়া হয় স্লিপ। তাও আবার হাতে লেখা। এমনই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভাটোল রেশন ডিলারের পরিবর্তে দায়িত্বে থাকা তুলসীহাটা গ্রামের রেশন ডিলার সঞ্জয় রামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, মাস ছ’য়েক আগে ভাটোল গ্রামের রেশন ডিলার জয় নারায়ণ আগরওয়ালকে একই অভিযোগে সাসপেন্ড করেন জেলা খাদ্য নিয়ামক। পরিবর্তে রেশন বণ্টনের দায়িত্ব দেওয়া হয় ডিলার সঞ্জয় রামকে। অভিযোগ, সঞ্জয় দুয়ারে রেশনের বদলে হাতে লেখা স্লিপ দিয়ে থাকেন। বাসিন্দা মহম্মদ রাকিব ও নৌসাদ আলিরা বলেন, বণ্টনের দায়িত্ব পাওয়ার পর ডিলার সঞ্জয় রাম একদিনের জন্যেও দুয়ারে রেশন দিতে আসেননি। গ্রামে এসে গ্রাহকদের হাতে লেখা স্লিপ ধরিয়ে দেন। সঞ্জয় রাম দুয়ারে রেশন না দেওয়ার কথা স্বীকার করে বলেন, সার্ভারের চরম সমস্যা। মেশিন থেকে স্লিপ বের করতে সময় লাগে। গ্রাহকরাই হাতে লেখা স্লিপ চাইছেন। 

    জেলা খাদ্য নিয়ামক সুমিত সিংহ রায় বলেন, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি।  এভাবেই চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)