• আরও ছ’টি গাড়ি উদ্ধার, ফের পুলিস হেফাজত সোমনাথের
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে দেওয়া পাচার চক্রের তদন্তে নেমে আরও ছ’টি গাড়ি উদ্ধার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, বেশিরভাগ গাড়ি সোমনাথ মুখোপাধ্যায় নানা ধরনের টোপ দিয়ে মালিকদের কাছ থেকে নিয়ে নিত। সেই গাড়ি কখনও এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। আবার কখনও পাঠিয়ে দেওয়া হতো পার্শ্ববর্তী দেশ নেপালে। গাড়ির ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর পরিবর্তন  করে কম দামে বিক্রি করে দেওয়া হতো। এক্ষেত্রে চুরির গাড়ি যারা কেনে, তাদের অনেক কম টাকায় দেওয়ার টোপ দেওয়া হচ্ছিল। সেই টোপ গিলে নিতেই টাকার বিনিময়ে গাড়ি হস্তান্তর করে দেওয়া হতো। যদিও গাড়ির নথি পরিবর্তন করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো ক্রেতাদের। শনিবার এই চক্রের মাস্টার মাইন্ড সোমনাথকে শিলিগুড়ি আদালতে তুলে ফের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস।

    প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার বলেন, এই ঘটনার তদন্ত যত এগচ্ছে, অবাক হয়ে যাচ্ছি। একাধিক অভিযোগ এবং নানা তথ্য সামনে আসছে। কয়েকশো গাড়ি চুরি করা হয়েছিল বলে জানতে পেরেছি।

    জানা গিয়েছে, ইতিমধ্যে অসম পুলিসের একটি দল শিলিগুড়ির প্রধাননগর থানায় এসে পাঁচটি গাড়ি উদ্ধার করে নিয়ে গিয়েছে। তাদের থানা এলাকায় প্রায় ৫০টি গাড়ি চুরি হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, নেপালের কাঁকরভিটা  থেকে ডিএসপি পদমর্যাদার এক পুলিস আধিকারিক তার দল নিয়ে এসে প্রধাননগর থানায় কথা বলেছেন। তাদের এলাকার ১০টি গাড়ি ছিল বলে জানতে পেরেছে সেখানকার পুলিস। এছাড়াও কলকাতার দু’টি এলাকার পুলিস, জলপাইগুড়ির মেটেলি সহ একাধিক থানা থেকে প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)