• তৃণমূল নেতাকে গুলি কাণ্ডে ধৃত আরও এক
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা রাজু দে’র উপর গুলি চালনার ঘটনায় কর্ণ দাস নামে আরও এক অভিযুক্তকে কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিস। গুলি কাণ্ডে পুলিস আগেই মূল অভিযুক্ত কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায় ও গাড়ির চালক উত্তম গুপ্তাকে গ্রেপ্তার করেছিল। সেই সঙ্গে বিধায়কের গাড়িও বাজেয়াপ্ত করেছিল। বিধায়ক পুত্র ও গাড়ির চালক এখন আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। এবার পুলিস এই ঘটনায় জড়িত সন্দেহে তৃতীয় জনকে গ্রেপ্তার করল। ধৃতকে আজ, রবিবার আদালতে পেশ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

    কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে ঘটনার রাতে টিউশন সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় চকচকা গ্রাম পঞ্চায়েতের ঝিনাইডাঙা এলাকায় তাঁর উপরে গুলি চালানো হয়। তাঁর ডান কাঁধে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় রাতেই তাঁকে কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। ঘটনার সময় একটি কালো গাড়ির প্রসঙ্গও উঠে আসে। সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়। এরপরেই পুলিস ঘটনায় জড়িত সন্দেহে বিজেপি বিধায়কের ছেলে ও গাড়ির চালককে গ্রেপ্তার করেছিল।

    পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, ঝিনাইডাঙায় গুলি চালনা কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। আজ, রবিবার ধৃতকে আদালতে পাঠানো হবে।
  • Link to this news (বর্তমান)