• জল্পেশ মেলার মাঠে এবার হবে পার্কিং জোন ও টিকিট কাউন্টার
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: জল্পেশ শ্রাবণী মেলায় যাঁরা স্টল দেবেন, তাঁদের নিয়ে শনিবার প্রশাসনিক বৈঠক হল। বৈঠকের মধ্য দিয়ে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, যেহেতু মেলার মাঠে পার্কিং জোন গড়ে উঠছে এবং পুরাতন জর্দা নদীর উপর সেতুটি বন্ধ থাকছে, সেজন্য তাঁদের ব্যবসায় ক্ষতি হবে। এখন পর্যন্ত স্টল দেওয়ার জায়গা চিহ্নিত করে দেওয়া হয়নি। যদিও প্রশাসনের কর্তারা এই স্থান নির্ধারণ করতে পার্কিং টেন্ডার প্রাপকদের জানিয়ে দিয়েছেন।

    শনিবার ব্যবসায়ী এবং পার্কিং টেন্ডার প্রাপকদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় সহ অন্যরা। 

    ব্যবসায়ী অনিল রায়, সুকুমার অধিকারী বলেন, আমরা জানতে পেরেছি পুরাতন সেতু বন্ধ থাকছে। মেলার মাঠে পার্কিং জোন হচ্ছে। অপরদিকে থাকছে টিকিট কাউন্টার। তাহলে ব্যবসা করব কোথায়? এই বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। কয়েক দিন পর শ্রাবণী মেলা শুরু হবে। কয়েকশো ব্যবসায়ী এই মেলায় ব্যবসা করেন। আমরা কোথায় দোকান দেব, সেই স্থান এখনও দেখিয়ে দেওয়া হল না। সে কারণে চিন্তায় রয়েছি। প্রশাসন অবশ্য ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। 

    পার্কিং টেন্ডার পাওয়া পরিমলচন্দ্র রায় বলেন, প্রশাসন আমাদের নির্দেশ দিয়েছে ব্যবসায়ীদের স্থান চিহ্নিত করে দিতে। আমরা ইউ আকৃতির একটি জায়গা করে দেব। মেলার মাঠে পার্কিং জোন থাকছে, তাই ভালো ব্যবসা হবে। পাশাপাশি, এখান থেকে টিকিট কেটে মন্দিরের উদ্দেশে যাবেন ভক্তরা। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করেই সারা বছর চলেন। সে কারণে তাঁদের পাশে আমরা রয়েছি। তাঁদের কোনও সমস্যা হবে না। জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। ২০ জুলাই থেকে শুরু হবে জল্পেশ শ্রাবণী মেলা। তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী সব পক্ষ।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)