• মালদহ দিলীপ স্মৃতি সঙ্ঘের পঁচাত্তর বছর বিশেষভাবে সক্ষমদের নিয়ে নাচ-গান, অঙ্কণ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • মঙ্গল ঘোষ, মালদহ: মালদহ দিলীপ স্মৃতি সঙ্ঘের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার জেলা মুসলিম ইনস্টিটিউট ক্যাম্পাসে স্থানীয় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের নিয়ে অঙ্কন, নাচ, আবৃত্তি, গান, যোগা অনুষ্ঠানের আয়োজন করা হল। এদিন কর্মসূচিতে ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেককে পুরস্কার দিয়ে সন্মানিত করা হয়। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার, ক্লাবের অন্যতম কর্তা তথা কাউন্সিলার শুভময় বসু, সমাজসেবী আশিস কুণ্ডু, মালদহ মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদ সহ অন্যরা। 

    ক্লাব সূত্রে জানা গিয়েছে, ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত একাধিক সমাজসেবামূলক কাজ হয়েছে। অতীতে ক্ষুধার্তদের সেবা, গুণীজন সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন কাজ হয়েছে। ক্লাবের সম্পাদক সর্বজিৎ দাস, সভাপতি কৃষ্ণকুমার দাস, অন্যতম সদস্য অর্ক রায় সহ অন্যরা রয়েছেন।

    সভাপতি বলেন, আমরা এই ধরনের কর্মসূচি করতে পেরে গর্বিত। আমরা সমগ্র শিক্ষা মিশন এবং মুসলিম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই। ইনস্টিটিউট এদিন জায়গা দিয়ে পাশে থেকেছে। তিনি বলেন, আমার ৭৭ বছর বয়স। ৬০ বছর ধরে ক্লাবে রয়েছি। অতীতে কোনও সরকারের থেকে আমরা আর্থিক সহায়তা পাইনি। বর্তমান সরকার ক্লাবকে অনেক সাহায্য করেছে। কাউন্সিলার শুভময় বসু বলেন, আমরা আপ্লুত। জেলার কোনও ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থা অতীতে এমন উদ্যোগ নিতে পারেনি। বিশেষভাবে সক্ষমদের মূল স্রোতে ফিরিয়ে আনতে জেলার সবার এমনটা করা উচিত।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)