• মানকর হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু,অভিযোগ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মানকর: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে শনিবার মানকর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন আত্মীয়রা। মৃতার নাম কবিতা সর্দার (২১)। তাঁর বাড়ি মানকর ক্যানেলপাড়া এলাকায়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সাংসারিক অশান্তির কারণে কবিতা ইঁদুর মারার বিষ খান। তাঁকে মানকর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাও শুরু হয়। রোগীর পরিবারের দাবি, কবিতা শুক্রবার ও শনিবার কথা বলছিল। কিন্তু, দুপুর ৩টে নাগাদ একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই তাঁর মৃত্যু হয়। রোগীর পরিবারের সদস্যরা এদিন হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। যদিও হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। চিকিৎসক অসিত সিং বলেন, রোগী বিষ খাওয়া অবস্থায় ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলছিল। আচমকা শরীর খারাপ হয়ে মৃত্যু হয়।

    মৃতার স্বামী প্রসেনজিৎ সর্দার বলেন, দুপুরে এসে স্ত্রীর সঙ্গে কথা বলি। তারপর একজন নার্স এসে ইঞ্জেকশন দেন। তারপরই কবিতা মারা যায়। কী জন্য মারা গেল, আমরা জানতে চাইছি। বিষ খাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি দু’-এক কথা বলেছিলাম বলে জল দিয়ে গুলে খালি পেটে অল্প বিষ খেয়ে নিয়েছিল। হাসপাতালে নিয়ে এসেছিলাম। ডাক্তারবাবু আশ্বাস দিয়েছিলেন চিন্তার করার কারণ নেই, রোগী ভালো হয়ে যাবে। কিন্তু এই ঘটনা ঘটে গেল।

    রোগীর পরিবার সদস্য বাচ্চু সর্দার বলেন, রেফার না করে ৪৮ ঘণ্টা রেখে দেওয়ার ফলেই এই পরিস্থিতি হল। সামান্য জ্বর হলে বর্ধমান  রেফার করা হয়। অথচ এক্ষেত্রে কেন রেফার করা হল না? আর এক সদস্য শিখা সর্দার বলেন, ওইদিন রেফার করার কথা বলেছিলাম। ডাক্তারবাবু বলেছিলেন সকালে রেফার করে দেব। কিন্তু, সকালেও রেফার করেনি। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম রোগীর অবস্থা কেমন? উনি বলেছিলেন ভালো। কিন্তু কী এমন হল যে দুপুরেই এই ঘটনা ঘটল। এদিনের ঘটনায় মানকর হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বুদবুদ থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
  • Link to this news (বর্তমান)