সংবাদদাতা, রামপুরহাট: হাইমাস্ট লাইটের দাবিপূরণ বীরভূমের গ্রামে। শনিবার সকালে রামপুরহাটের নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় তিনটি হাইমাস্ট লাইটের উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায়। গত লোকসভা নির্বাচনের সময় এই পঞ্চায়েতের তেঁতুলবাধি, রণিগ্রাম ও কানাইপুর গ্রামের বাসিন্দারা সাংসদকে জানান, সন্ধ্যা নামলে গ্রামের রাস্তা অন্ধকারে ডুবে যায়। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করেন। সেইমতো শতাব্দী তাঁর সাংসদ তহবিল থেকে তিনটি হাইমাস্ট লাইটের জন্য প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ করেন। এদিন তেঁতুলবাধি গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এবং বাকি দু’টি গ্রামের দুর্গামন্দির প্রাঙ্গণে হাইমাস্টগুলি বসানো হয়। এই উপলক্ষ্যে গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুখেন্দু পাল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সালুই প্রমুখ। সাংসদ বলেন, মিলন শেখ (নারায়ণপুর অঞ্চল সভাপতি) বলেছিল আমরা চালু করে দেব। কিন্তু, আমি বলেছিলাম নিজে যাব। কারণ আপনাদের সঙ্গে দেখা হবে। আমি শুধু নির্বাচনের সময় আসি না। তৃণমূল সারাবছর আপনাদের পাশে থাকে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। • নিজস্ব চিত্র