এটিএম কার্ড বদলে গ্রাহকের অ্যাকাউন্ট সাফ, ধৃত যুবক
বর্তমান | ১৩ জুলাই ২০২৫
সংবাদদাতা, তেহট্ট: এটিএমে ঢুকে বিভিন্ন কায়দায় কার্ড বদলে টাকা তুলে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিস। শুধু পলাশীপাড়া নয়, একই ঘটনা ঘটেছে জেলার অন্যত্রও। শনিবার পলাশীপাড়া থানার বার্নিয়ার একটি এটিএম থেকে ওই অভিযুক্তকে ধরে পুলিস। ধৃতের নাম হাসিদুল মণ্ডল, বাড়ি বড়েয়া এলাকায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে এটিএমে কার্ড বদল ও টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠছিল। একই ঘটনা জেলার বেথুয়াডহরি ও বার্নিয়া এলাকায় ঘটেছে। শনিবার সকালে এই ঘটনার শিকার হন বার্নিয়ার যুবক শিবনাথ দাস। তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নামে। পুলিস জানতে পারে দুষ্কৃতীরা এই কাজের জন্য বয়স্ক ও মধ্য বয়সি যুবকদের টার্গেট করছে। দুষ্কৃতীরা প্রথমে এটিএম মেশিনে কিছু কারসাজি করছে। এরপর বাইরে গ্রাহক আসার অপেক্ষা করছে। বয়স্ক ও মধ্য বয়সি কোনও গ্রাহক এটিএমে ঢুকে টাকা তোলার চেষ্টা করলে টাকা উঠছে না। তখন বাইরে থাকা দুষ্কৃতী এটিএমের ভিতরে ঢুকে ওই গ্রাহককে সাহায্য করতে এগিয়ে আসে। তার কাছ থেকে এটিএমের পিন নম্বর জেনে টাকা তুলেও দিচ্ছে। ওই টাকা গ্রাহকের হাতে দেওয়ার পর কথার ছলে এটিএম কার্ডটি বদলে দিচ্ছে। পরে সেই কার্ড ব্যবহার করে গ্রাহকের অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে দুষ্কৃতীরা।
পুলিস অভিযুক্তকে ধরার জন্য বার্নিয়ার একটি এটিএম বেছে নেয়। তার পাশে একটি পুলিসের দলকে সাদা পোশাকে মোতায়েন করা হয়। পুলিস একজন বয়স্ক লোককে ওই এটিএমে টাকা তোলার জন্য পাঠায়। কিছুক্ষণ পরেই হেলমেট পরে এক যুবক ওই এটিএমের সামনে আসে। হেলমেট খুলে কেন্দ্রে ঢুকে ওই সাজানো গ্রাহকের সঙ্গেও একই ঘটনা ঘটতে থাকে। তা বুঝতে পেরে সাদা পোশাকে থাকা পুলিস কর্মীরা এটিএম ঘিরে ফেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, এখনও পর্যন্ত চার লক্ষ টাকা এভাবে হাতিয়েছে ওই যুবক। বার্নিয়াতেই এই রকম তিনটি ঘটনা ঘটেছে। এটিএম মেশিনে কী কারসাজি করত। কোথায় কোথায় অপারেশন চালাত। আর কারা এই ঘটনায় জড়িত কি না, সব জানার চেষ্টা চলছে।