• ঠাকুরপুকুরে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে ঠাকুরপুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত ভাণ্ডারী। তাঁর বাড়ি ওই এলাকাতেই। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ঠাকুরপুকুরের একটি জলাশয়ে এক যুবকের দেহ ভাসতে দেখা যায়। পরে, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর, অমিতের পরিবারের লোকজন দেহ চিহ্নিত করেন। পরিবারের দাবি, এদিন দুপুর থেকে নিখোঁজ ছিল সে। অন্যদিকে, নাদিয়াল এলাকায় গঙ্গা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিস। 
  • Link to this news (বর্তমান)