• ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, আক্রা হাই মাদ্রাসার শিক্ষককে গণধোলাই
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: মহেশতলার আক্রা হাই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সঙ্গে অশালীন এবং অভব্য আচরণের অভিযোগ উঠল। শনিবার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় স্কুল চত্বরে। শিক্ষকের উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা।  পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মহেশতলা থানার পুলিসকে। মারধরে জখম ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, অনেকদিন ধরেই তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে চলেছেন। এমনকী, ছাত্রীদের গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ। গত ৪ জুলাই লাইব্রেরি ক্লাসে ওই শিক্ষক এক ছাত্রীর সঙ্গে এমনই অশালীন আচরণ করায় ছাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।  ৩৪ জন ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। প্রধান শিক্ষক বিষয়টি মহেশতলা থানায় জানান। তার মধ্যেই বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শনিবার এলাকা উত্তাল হয়ে ওঠে।
  • Link to this news (বর্তমান)