কবি সুভাষ-দক্ষিণেশ্বর, ফের মেট্রোর ট্র্যাকে ঝাঁপ, ব্যাহত পরিষেবা
বর্তমান | ১৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। ফলে ব্যাহত হল পরিষেবা। শনিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে দিনের ব্যস্ত সময়ে বারবার থমকাল মেট্রো। হয়রান হলেন হাজার হাজার যাত্রী। জানা গিয়েছে, এদিন বেলা ১২টা ৫৭ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক মধ্যবয়সি যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেন। এর জেরে বিঘ্ন ঘটে মেট্রো পরিষেবায়। ওই ব্যক্তিকে উদ্ধার করতে থার্ড লাইনে বিদ্যুৎ ছিন্ন করা হয়। এই সময়ে কবি সুভাষ থেকে ময়দান ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে মেট্রো চলাচল করে।
এদিকে যাত্রীদের অভিযোগ, ১টার পর থেকে গোটা রুটে স্টেশনে স্টেশনে মেট্রো রেকগুলি দীর্ঘ সময় দাঁড়িয়েছিল। পরিষেবা স্বাভাবিক হতে দুপুর ৩টে বেজে যায়। উল্লেখ্য, কলকাতা মেট্রোয় প্রায় নিয়মিত আত্মহত্যার চেষ্টা হচ্ছে। এই নিয়ে যাত্রী দুর্ভোগ তীব্র হচ্ছে। অথচ এই সমস্যা নিয়ে মেট্রো কর্তাদের কোনও বিকল্প ভাবনা নেই। যাত্রী পরিষেবা ক্রমেই তলানিতে এসে ঠেকেছে। অথচ কোটি কোটি টাকা খরচ করে মেট্রো ভবনে নির্মাণ-যজ্ঞ চলছে।