• চুরি চক্রের সঙ্গে যুক্ত দু’জন গ্রেপ্তার, উদ্ধার ২১ বাইক
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করল জীবনতলা থানা। এর সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে ২১টি চুরি যাওয়া বাইক। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ক্যানিং, বাসন্তী, জীবনতলা ছাড়াও বসিরহাট পুলিস জেলার বিভিন্ন জায়গা থেকে এই বাইকগুলি চুরি করেছিল। জীবনতলা থানায় একাধিক অভিযোগ আসতেই নড়েচড়ে বসে পুলিস। তদন্তে নেমে প্রথমে মইদুল লস্কর নামে বাসন্তীর এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে ধরা হয়। শনিবার সাংবাদিক বৈঠক করে ক্যানিং মহকুমা পুলিস আধিকারিক রামকুমার মণ্ডল বলেন, রাতে বিভিন্ন পাড়ায় ঘুরে বেড়াতেন ওই যুবকরা। রাস্তার ধারে কিংবা বাড়ির উঠোনে বাইক পার্ক করা থাকলেই হ্যান্ডেল লক ভেঙে সেটি নিয়ে চম্পট দিতেন তাঁরা। উদ্ধার ২১টি বাইকের মধ্যে দশটি বারুইপুর পুলিস জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছিল।
  • Link to this news (বর্তমান)