আলিপুর পুলিস আদালতের একাধিক ট্রায়াল কোর্টে বিচারক নেই, ভোগান্তি
বর্তমান | ১৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর পুলিস আদালতের অধিকাংশ ট্রায়াল কোর্ট বিচারকশূন্য অবস্থায় পড়ে। ফলে বিভিন্ন মামলার শুনানি থমকে রয়েছে। এনিয়ে তীব্র সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। তাঁদের একাংশের বক্তব্য, বিচার প্রক্রিয়া বন্ধ থাকার ফলে সময় ও অর্থ দুই নষ্ট হচ্ছে। অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বহু মামলার নিষ্পত্তি হতে গড়িয়ে যাচ্ছে বছরের পর বছর।
আদালত সূত্রে জানা গিয়েছে, আলিপুর পুলিস কোর্টে যে সমস্ত মামলা রয়েছে, সেগুলি কলকাতা পুলিস ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকার। একেকটি এজলাসে রয়েছে প্রচুর সংখ্যক ফৌজদারি মামলা। বিচারকের অভাবে মামলার শুনানি না হওয়ায় প্রতিটি এজলাসে মামলার পাহাড় জমছে। কিছু কিছু এজলাসে পরিস্থিতি করুণ আকার নিয়েছে। বিচারপ্রার্থী থেকে আইনজীবীদের সকলেরই দাবি, বিচারকশূন্য কোর্টে দ্রুত বিচারক নিয়োগ করে মামলার শুনানি শুরু করা হোক। এই আদালতের প্রবীণ আইনজীবী তুলসী মুখোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বহু দূরদূরান্ত থেকে রোজ মামলার স্বার্থে শয়ে শয়ে বিচারপ্রার্থী আসছেন শহরের এই প্রাচীন আদালতে। দীর্ঘ সময় অপেক্ষা করে কেবলমাত্র মামলার তারিখ নিয়ে ফিরে যাচ্ছেন। বিচারপ্রার্থীরা আমাদের বারবার প্রশ্ন করছেন, কবে পরিস্থিতি ঠিক হবে। আমরা তার সঠিক জবাব দিতে পারছি না। এটা লজ্জা ছাড়া আর কী বলব! বেশ কয়েকজন বিচারপ্রার্থী বলেন, শুধুমাত্র বিচারক শূন্য এজলাসই নয়। তার সঙ্গে এই আদালতে অন্যান্য পরিষেবাও সুষ্ঠু নয়। আলিপুর আদালতের আইনজীবী সংগঠনের অন্যতম কর্তা সুব্রত সর্দার বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা সংগঠনের তরফে আলিপুর জেলা জজের সঙ্গে কথা বলেছি। উনি বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। আমরাও চাই দ্রুত বিচারক নিয়োগ করা হোক।