• মেডিক্যালে যৌননিগ্রহ? ‘সমান্তরাল’ তদন্ত নিয়ে বিতর্ক
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর যৌননিগ্রহের তদন্তকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় আইন অনুসারে গঠিত ইন্টার্নাল কমপ্লেন কমিটিকে না জানিয়েই একটি বিশেষ সেল এই ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষের কাছে মূল অভিযোগ জমা পড়েনি। জমা পড়েনি কমিটির কাছেও। 

    এদিকে ঘটনার মোড় হঠাৎ করে অন্যদিকে ঘুরেছে। ওই ঘটনায় ‘অভিযুক্ত’ তৃতীয় বর্ষের ছাত্র শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দাবি করেছেন, ‘অভয়া সেল’ নামে ছাত্র প্রতিনিধিদের দিয়ে গঠিত একটি বডিই তাঁদের নোটিস পাঠাচ্ছে এবং তলব করছে! মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, যৌননিগ্রহের ঘটনার অভিযোগ উঠল, অথচ আমরাই জানতে পারলাম না! কর্তৃপক্ষের কাছে কোন‌ও লিখিত অভিযোগ জমা পড়েনি। বরং ছাত্রছাত্রীদের সেল একটি সমান্তরাল তদন্ত চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। 
  • Link to this news (বর্তমান)