• মোল্ডিং মেশিন বিক্রির নামে ৫২ লক্ষের প্রতারণা, ধৃত ১
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্লাস্টিকের মোল্ডিং মেশিন বিক্রির নামে ৫২ লক্ষ টাকার প্রতারণা। সেই ঘটনায় তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জিৎ চট্টোপাধ্যায়। বাড়ি কলকাতায়। তাকে জেরা করে এই চক্রের বাকিদের খোঁজ শুরু করেছে পুলিস। 

    জানা গিয়েছে, কলকাতার মেট্রোপলিটনের এক বাসিন্দা মোল্ডিং মেশিনের একটি ফ্যাক্টরি করার পরিকল্পনা করেন। সেই মতো ২০২৩ সালে একটি অনলাইন সংস্থার মাধ্যমে মোল্ডিং মেশিন বিক্রির একটি সংস্থার হদিশও পান তিনি। এরপর ওই সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করে মেশিন কেনার জন্য দফায় দফায় ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত ৫২ লক্ষ টাকা পাঠান। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেশিন আসেনি। পাশাপাশি যে ফোন নম্বরে কথা হতো, সেটিও বন্ধ হয়ে যায়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্তে নেমে শুক্রবার চক্রের অন্যতম পান্ডা জিৎকে গ্রেপ্তার করে পুলিস। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, এই চক্রের মাথা এক দম্পতি। তারাই একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেখানে মোল্ডিং মেশিনের বিজ্ঞাপন দিয়েছিল। আর সেই চক্রে কাজ করছিল জিৎ। শুধু মেট্রোপলিটনের ওই ব্যবসায়ীর সঙ্গেই নয়, ভিন রাজ্যের অনেকের সঙ্গেও এই ধরনের প্রতারণা করেছে চক্রটি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের খোঁজ চালাচ্ছে পুলিস।
  • Link to this news (বর্তমান)