সংবাদদাতা, উলুবেড়িয়া: বিভিন্ন নদীবাঁধ এবং সেচব্যবস্থা সংস্কারের কাজ খতিয়ে দেখতে শনিবার বাগনান ২, শ্যামপুর ১ ও ২ এবং উলুবেড়িয়া ১ নং ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া। এদিন জেলাশাসক বাগনান ২ নং ব্লকের চেটুয়া খাল এবং শ্যমপুর ২ নং ব্লকের নাকোল খাল সংস্কারের কাজ পরিদর্শন করেন। পরে তিনি শ্যামপুর ১ নং ব্লকের বাণেশ্বরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গাদিয়াড়ায় রূপনারায়ণ তীরবর্তী আটেশ্বরী এলাকায় নদীবাঁধ সংস্কারের কাজ সরেজমিনে ঘুরে দেখেন। পরে তিনি বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর জেলাশাসক উলুবেড়িয়া ১ নং ব্লকে কালীনগর চাপা খালের উপর যে কাজ চলছে, তা ঘুরে দেখেন। জেলাশাসকের সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের বিডিও উপস্থিত ছিলেন।