• আবেদনের সময় ৭ দিন বাড়াচ্ছে এসএসসি
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতদিন মেয়াদ বাড়তে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আবেদনে। সোমবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা ছিল। শিক্ষাদপ্তর থেকে আরও সাতদিন মেয়াদ বাড়ানোর নির্দেশ গিয়েছে এসএসসি’র কাছে। সোমবারই মেয়াদবৃদ্ধির বিজ্ঞপ্তিটি হবে বলে জানা গিয়েছে। আবেদনে অনেকের নানা ভুলভ্রান্তি হয়েছে। এসএসসি সূত্রের খবর, সেগুলির জন্য এডিট অপশনও দেওয়া হবে। 

    ফি পেমেন্ট করা নিয়েও অনেকের সমস্যা হচ্ছে। টাকা কেটে নিলেও আবেদন সম্পূর্ণ হয়নি বলে দেখাচ্ছে। এই প্রসঙ্গে এসএসসি’র এক আধিকারিক বলেন, সার্ভারের সমস্যায় একাধিকবার টাকা জমা পড়ে গেলে তা রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন মেনেই ফেরত চলে যাবে। তবে, টাকা কেটে নেওয়ার পর দু’-তিনদিন অপেক্ষা করাই ভালো। সূত্রের খবর, এসএসসি তাড়াহুড়ো করে আবেদন প্রক্রিয়া শুরু করতে বাধ্য হওয়ায় নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। এটিও তার মধ্যে একটি। তবে, সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের অভিযোগ কমে আসছে। 
  • Link to this news (বর্তমান)