• বারুইপুরে চুরি করতে গিয়ে ৬৫ বছরের বৃদ্ধাকে মারধর, ধর্ষণ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা বারুইপুরে। চুরি করতে গিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধাকে বেধড়ক মারধর ও ধর্ষণ করা হয়েছে। এমন ঘটনায় আতঙ্কিত বৃদ্ধার পরিবারের সদস্যরা। তাঁরা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত চলছে। যদিও এই ঘটনাটি নিয়ে পরিবারের লোকজন কিছুই বলতে চাননি।

    পুলিস সূত্রে খবর, ওই বৃদ্ধার দোতলা বাড়ি। স্বামীর সঙ্গে তিনি একতলার ঘরে থাকেন। দোতলায় থাকেন তাঁর ছেলে ও পুত্রবধূ। এদিন পুত্রবধূ বাপের বাড়ি ছিলেন। ভোর ৪টে থেকে ৪.৪০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। বৃদ্ধা ঘরে একাই ছিলেন। ঘরের দরজা খোলা ছিল। কারণ, তাঁর স্বামী রোজকার মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগে এক যুবক বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে বৃদ্ধার কাছে আলমারির চাবি চাওয়া হয়। তিনি তা দিতে না পারলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকী, বৃদ্ধার হাতের আংটি ও চুড়ি ছিনিয়ে নেওয়া হয়। এরপরে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দারা বলেন, চুরি করতে এসে এমন ঘটনা ভাবাই যায় না। আমরা আতঙ্কিত। এদিকে, পুলিস এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আশপাশের মানুষজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসিন্দাদের ধারণা, একা যুবক নয়, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। ক্ষুব্ধ এলাকাবাসীরা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারি ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)