• উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ শেষে কর্মজীবনে প্রবেশ ২৩ ছাত্রছাত্রীর
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থায় যোগদানের সুযোগ করে দেওয়া হল শনিবার। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে উৎকর্ষ বাংলা। এর উদ্দেশ্য, তরুণ প্রজন্ম সরকারি সহযোগিতায় প্রশিক্ষণ নেবে। তার ফলে চাকরি পাবে। কর্মসংস্থান হবে। তারকেশ্বর ব্যবসায়ী সমিতিতে হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তারকেশ্বরে প্রথম ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন সংস্থায় চাকরি করছেন। ছ’মাসের প্রশিক্ষণ শেষে শংসাপত্র ও ভাতা দেওয়া হয়। শনিবার দ্বিতীয় ব্যাচের ২৩ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হল। তারকেশ্বর বিডিও অফিসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সীমা চন্দ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, সহ-সভাপতি প্রদীপ সিংহ রায়, কর্মাধ্যক্ষ নন্দিতা শীল সহ অন্যরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)